শনিবার (২৪ ফেব্রুয়ার) সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বাংলানিউজকে বলেন, চন্দ্রা-নবীনগর সড়কের গাজীপুরের জিরানী বাজার এলাকা থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, টাঙ্গাইলের দিকে কোনো গাড়ি যেতে পারছে না। যার ফলে দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।
এ দিকে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাজ চলছে। এতে সড়কের বিভিন্ন স্থান কেটে ফেলা হয়েছে, যার ফলে ওইসব স্থানে এক লেন দিয়ে যানবাহন চলাচল করছে।
চালকরাও দ্রুত যাওয়ার জন্য ৪-৫ লাইন করে গাড়ির জট লাগিয়ে ফেলেছে। এতে টাঙ্গাইলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট গাজীপুর পর্যন্ত ছুয়েছে। তবে কতো কিলোমিটার দীর্ঘ যানজট তা বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
আরএস/জিপি