শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সরকারি স্কুল মাঠে আখেরি মোনাজাত শুরু হয়। ঘণ্টাব্যাপী মোনাজাতে জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতে ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলীগ জামাতের সাবেক আমীর মাওলানা আব্দুল আজিজের ছেলে মাওলানা মো. মাসুম।
এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জোহর নামাজ শেষে বাগেরহাট সরকারি স্কুল মাঠে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের এ আঞ্চলিক ইজতেমা শুরু হয়।
বাগেরহাট জেলা তাবলীগ জামাতের শূরা সদস্য ও ইজতেমা জিম্মাদার অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, তাবলীগ জামাতের এ ইজতেমায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫-৩০ হাজার মুসল্লি অংশ নিয়েছে। খুবই শান্তিপূর্ণভাবে আমরা ইজতেমা শেষ করতে পেরেছি। মোনাজাত শেষে জেলার প্রায় দুই শতাধিক জামাত (১৫-৩০ জনের ছোট ছোট দল) দেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারে বের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
আরবি/