ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদা আদায় করতে গিয়ে হাতেনাতে আটক ভুয়া পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
চাঁদা আদায় করতে গিয়ে হাতেনাতে আটক ভুয়া পুলিশ আটক ভুয়া পুলিশ

লালমনিরহাট: রাস্তায় ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে লালমনিরহাটের পাটগ্রামে অজয় কুমার (৩৬) নামে এক ভুয়া পুলিশ অফিসারকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অজয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়। এরআগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লালমনিরহাট পাটগ্রাম মহাসড়কে উপজেলার কবরস্থান বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

অজয় উপজেলার রসুলগঞ্জ গ্রামের সুমাংশু কুমার রায়ের ছেলে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে অজয় হাইওয়ে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ট্রাক থামিয়ে চাঁদা আদায় করছিলেন। এ সময় ভুয়া পরিচয় পত্রসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ। এ ঘটনায় চাঁদা আদায়ের অভিযোগে পুলিশ বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।