শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সকালে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার প্রেক্ষাপটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন কামাল।
বিএনপির পক্ষ থেকে তাদের কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনোই বাধা দিচ্ছি না। কেউ যদি মাত্রাতিরিক্ত জনদুর্ভোগ বাড়িয়ে দেয়, তখনই আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিয়ে থাকে। নয়াপল্টনে জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করা সরকারের দায়িত্ব ছিল।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. মনিরুজ্জামান, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এইচএ/