শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলগ্রামের মাইজহাটি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল্লা ওই গ্রামের সহিদ মিয়ার পালক ছেলে।
আব্দুল্লার পালিত মা হেনা বেগম বাংলানিউজকে জানান, ১২ বছর আগে আখাউড়া রেলস্টেশনে ঘোরাঘুরির সময় আব্দুল্লা মিয়াকে ৬ বছর বয়সে দত্তক নেন হেনা বেগম। পরে তার নাম পাল্টে আব্দুল্লা মিয়া রাখা হয়। এরপর থেকে সে পালিত বাবা-মায়ের কাছে বড় হতে থাকে। গত শুক্রবার রাতে সে বাড়ির পাশে পাঁচ পীরের মাজারে গান শুনতে যায়। এরপর আর ফিরে আসেনি। শনিবার সকালে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে জানায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ- পরিদর্শক মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ