ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

মুন্সীগঞ্জ: ‘জাটকা ধরে করবো না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ’ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৮’-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মেদিনী মণ্ডলের কালিরখিল মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন।  

এরপর মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও জেলদের অংশগ্রহণে নৌর‌্যালি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বাংলাদেশ নৌ-পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান বিপিএম পিপিএম, অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান,  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।