শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে তিনি জানান, ব্রিজটি নির্মাণে ব্যয় হবে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।
এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়ায় সেতু বিভাগ এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্রিজের সাইট পরিদর্শন শেষে বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, ভোলা-বরিশাল ব্রিজ হলে দেশের মূল ভূ-খণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা। একই সঙ্গে সড়ক পথে খুব অল্প সময়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে। এতে একদিকে যেমন জেলার অর্থনীতির উন্নয়ন ঘটবে অন্যদিকে, সারাদেশের মধ্যে একটি মডেল জেলায় রূপান্তিত হবে গ্যাস সমৃদ্ধ ভোলা।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এনটি