শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গাজীরচট দাদা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর আলম টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হাজীপুর গ্রামের হাতেম আলীর ছেলে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ২০১০ সালের একটি অস্ত্র মামলায় গ্রেফতার করা হয় জাহাঙ্গীরকে। পরে আদালতে জামিন নিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন তিনি। গত বছরের শেষের দিকে আদালত তার বিরুদ্ধে ওই মামলায় দশ বছরের সাজা দেন। এ বিষয়ে আশুলিয়া থানাসহ সশ্লিষ্ট সবাইকে অবহতি করা হয়।
পরবর্তীতে তথ্য অনুযায়ী তার অবস্থান শনাক্ত হলে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই মাসুদ রানা।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমজেএফ