শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বরিশাল সদর, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরিশালের দক্ষিণ জোন কোস্টগার্ডের সিজি স্টেশন সূত্রে জানা গেছে, কন্টিনজেন্ট কমান্ডার ডিএস শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চলে।
অভিযানে ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় নয়জনকে আটক করা হয়।
আটকদের রাতেই বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
এসময় আদালতের বিচারক প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
জব্দ করা জাল ধ্বংস ও জাটকা নগরের বিভিন্ন এতিমখানা ও বোর্ডিংয়ে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএস/আরআর