রোববার (২৫ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫ এর সদস্যরা।
র্যাব-৫ এর সহকারী অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি হাতবোমা বোমা ও দু’টি জিহাদী বই এবং গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ নিয়ে র্যাব-৫ সদর দফতরে বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর আলম বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন মেজর আশরাফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এসএস/ওএইচ/