ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাখালীতে গুলিতে নিহত নাসির হত্যা মামলার আসামি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
মহাখালীতে গুলিতে নিহত নাসির হত্যা মামলার আসামি মহাখালীতে গুলিতে নিহত নাসিরের স্বজনরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মহাখালীতে গুলিতে নিহত নাসির কাজীর (৪৮) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাসির খিলক্ষেত এলাকায় বিএম খালেক হত্যা মামলার আসামি ছিলো বলে জানা গেছে।

নাসির শরিয়পুর ঘোষাইরহাট উপজেলার মাচুয়াকান্দী গ্রামের মৃত সাত্তার কাজীর ছেলে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়ে পুলিশ।

নাসিরের মৃত্যুর সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন তার মেয়ে নার্গিস আক্তার নিপুসহ স্বজনরা।

নিহত নাসিরের ছোট ভাই আল ইমরান বাংলানিউজকে জানান, স্ত্রী সেলিনা আক্তারসহ দুই সন্তানকে নিয়ে রাজধানীর দক্ষিণ খান মুক্তিযোদ্ধা সড়ক এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে টাইলস ফিটিংয়ের ঠিকাদারি কাজ করতেন। তার কোনো শত্রু আছে বলে মনে হয় না।

তিনি আরো জানান, ২০০৭ সালে দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় খুন হওয়া বিএম খালেক হত্যা মামলার আসামি ছিলেন। ধারণা করা হচ্ছে এ কারণেও তাকে হত্যা করা হতে পারে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
 এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।