রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়িতে ‘তথ্য অধিকার আইন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্য কমিশনার বলেন, কোনো সংবাদের কারণে কারো সম্মানহানি হলে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন।
মানুষের জন্য ফাউন্ডেশন ও স্থানীয় তৃণমূল উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের ২৫জন প্রতিনিধি অংশ নেন।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমার সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, মানুষের জন্য ফাইন্ডেশনের প্রতিনিধি জিয়াউল করিম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
ওএইচ/