ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে ঢাকা মেট্রোর খেলা শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে ঢাকা মেট্রোর খেলা শুরু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক মাঠে শুরু হয়েছে ঢাকা মেট্রো অঞ্চলের প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।

রোববার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া টুর্নামেন্টে এবার ঢাকা মেট্রোর ৩২টি স্কুল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ এহসান হাবীব।

 

এসময় প্রাইম ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান, মার্কেটিং ডিভিশনের প্রধান নূর হোসেন জাকারিয়া এবং ক্রিকেট বোর্ডের ম্যানেজার (গেম ডেভলপমেন্ট) আবু ঈমাম মো. কাউছার উপস্থিত ছিলেন।  

দেশব্যাপী ৫৫৪টি স্কুল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। বিসিবি আয়োজিত এ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট প্রাইম ব্যাংক (২০১৬-২০২১) ৬ বছর পৃষ্ঠপোষকতা করবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।