রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেটে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেধায় হবে ৯০ শতাংশ ও কোটায় ১০ শতাংশ।
এসময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরে সকল প্রকার চাকরিতে নিয়োগে কোটা ব্যবস্থার সংস্কার করা, কোটা ব্যবস্থায় যোগ্য প্রার্থী না পেলে শূন্য পদগুলোতে মেধাবীদের সুযোগ দেওয়া, চাকরির নিয়োগ পরিক্ষায় কোটা সুবিধা একাধিক বার না করা, কোটা পূরণ না হওয়া শূন্য পদগুলোতে নিয়োগ করা, দেশের সংবিধান অনুসারে চাকরির জন্য সকল নাগরিকের সম-সুযোগ এবং সম-অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
টিএ