রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় প্রতিষ্ঠিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচ দিনব্যাপী পঞ্চম- জেলা কাব-ক্যাম্পুরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের যেভাবে গড়ে তোলা হবে সেভাবেই তারা বেড়ে উঠবে।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে ও জেলা স্কাউটস সম্পাদক সরকার ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কাব ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির আহ্বায়ক সৈয়দ ইরতিজা আহসান।
এসময় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।
জেলার নয়টি উপজেলা থেকে ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা এ কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ