রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বড়িয়ালপাড়া বস্তির সেলিমের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমের আগুনের সূত্রপাত হয়।
বরগুনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খবর পেয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান ও পৌর মেয়র শাহাদাত হোসেন, প্যানেল মেয়র রইসুল আলম রিপন, জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান মহারাজ, ব্যবসায়ী মশিউর রহমান শিহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আরবি/