ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৩৮ লাখ টাকার ওয়াইনসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
রাজধানীতে ৩৮ লাখ টাকার ওয়াইনসহ আটক ২

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে অভিযান চালিয়ে ৩৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদেশি ওয়াইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১২)।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- আমজাদ হোসাইন ও মো. কনেল হোসাইন।

এপিবিএন-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল বাংলানিউজকে জানান, মাদকের একটি বড় চালান আসছে এমন গোপন খবরের ভিত্তিতে বিমানবন্দর সড়কে অভিযান চালানো হয়। অভিযানে বিমানবন্দরের সামনের সিগনালে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ৭৫৬ বোতল ওয়াইন জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৩৭ লাখ ৮০ হাজার টাকা।

এ সময় কাভার্ডভ্যানে অবস্থান করা দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।