ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে কেমিক্যাল গোডাউনে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সিলেটে কেমিক্যাল গোডাউনে আগুন কেমিক্যাল গোডাউনে আগুন/ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে কেমিক্যাল ও ককশিটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে নগরের কাস্টঘরে আল আমিন অ্যান্ড সন্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র ও দমকল বাহিনীর সদস্যরা জানায়, কাস্টঘর খাজা মার্কেটের তৃতীয় তলার গোডাউনে আগুন লাগে।

আগুন পার্শ্ববর্তী নিউ মার্কেটেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটিদল ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
আল আমিন অ্যান্ড সন্সের মালিক সাহেল আহমদ বলেন, গোডাউনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ছিল। শনিবারও ১২ লাখ টাকার কেমিক্যাল, ড্রাম ও কর্কশিট মজুদ করা হয়েছিল।
 
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে কাস্টঘরে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সমবেদনা দেন।
 
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।