টাঙ্গাইলের বাসাইল উপজেলা নথখোলা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলম মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এক হাজার টাকার জন্য কথাকাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এসএম তুহিন বাংলানিউজকে জানান, নিহত আলমের ছেলে রনি কয়েকদিন আগে স্থানীয় এক বন্ধুর কাছ থেকে এক হাজার টাকা ধার নেয়।
রোববার রাতে ওই বন্ধুসহ কয়েকজন রনির বাড়িতে আসে টাকা চাওয়ার জন্য। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রনির বাবা আলম মিয়া এসে তাদের ঝগড়া থামাতে বলেন। এসময় পাওনাদার ও তার সহযোগিরা আলম মিয়াকে পিটেয়ে ও কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।