ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় কারেন্ট জালসহ ৭৫ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কলাপাড়ায় কারেন্ট জালসহ ৭৫ মণ জাটকা জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড রামনাবাদ স্টেশানের কন্টিজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনভর রামনাবাদ ও পাটুয়া মোড় সংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়।

অভিযান ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ২ হাজার মিটার মশারি জাল, ১০টি বেহেন্দি জালসহ ৭৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

সন্ধ্যায় পায়রা বন্দর ঘাটে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকাগুলো এতিম-দুস্থসহ বিভিন্ন মাদ্রাসার হোস্টেলে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময় : ০২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএস/এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।