রোববার (২৫ ফেরুয়ারি) সন্ধ্যার দিকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে মাছের পোনা জব্দ ও জেলেদের আটক করে।
আটকরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেতুলিয়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে হাসান গাজী (৩০), আনোয়ার সরদারের ছেলে মিন্টু সরদার (২৮), তারিকুল সরদার (৩৫), আসমত গাজীর ছেলে গোলাম রসুল (৩৫), মোকছেদ মোড়লের ছেলে ইউনুছ মোড়ল (৪৫), এন্তাজ সরদারের ছেলে বাবুল সরদার (৩২) ও জুল বকর মোড়লের ছেলে আংগুর মোড়ল (৫০)।
পরে তাদের প্রত্যেককে ২ হাজার করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল হক জানান, নিয়মিত অভিযানে লালদিয়ার চর এলাকায় বিষখালী নদী থেকে বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা, নামবিহীন ট্রলার, প্রায় ১০ হাজার মিটার কারেন্ট ও নেট জালসহ সাতজনকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতের ৭ জেলেকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাছের পোনা বিষখালী নদীতে অবমুক্ত ও ট্রলারটি ৮২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এছাড়া কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসএইচ