রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাসে ডাকাতি শেষে বাড়ি ফেরার পথে দাশুড়িয়া ট্রাফিকমোড় চেকপোস্টে পুলিশের অভিযানে গ্রেফতার হয় সে।
গ্রেফতারকৃত এছার উদ্দিন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, সন্ধ্যা থেকে উত্তর দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পাবনা-কুষ্টিয়া-নাটোর মহাসড়কের ট্রাফিকমোড়ে হাইওয়ে পুলিশ ও ঈশ্বরদী থানা পুলিশের নেতৃত্বে তল্লাশি অভিযান চলছিল। এসময় যাত্রীবাহী একটি বাস থেকে এছার উদ্দিন নেমে যেতে চাইলে পুলিশের ন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করে ডাকাতি করে আনা নগদ টাকা, মোবাইল ফোন, ধারালো ক্ষুর ও কাচি জব্দ করা হয়।
পাকশি হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজিবুল করিম বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত এছার উদ্দিনের বিরুদ্ধে সিরাজগঞ্জের দুই উপজেলায় দু’টি-ডাকাতি মামলা, নাটোরের তিন উপজেলায় অস্ত্র-ডাকাতি ও যশোহর এবং ঝিনাইদহে একটি ডাকাতি মামলা রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রুহুল আমিন বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগ রয়েছে। রাতে তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ