সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাহিম উপজেলার পুলোকোনা গ্রামের হোসেন খানের ছেলে ও মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বাংলানিউজকে বলেন, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবেদনের ভিত্তিতে তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
টিএ