ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংঘর্ষের আশঙ্কায় সাভার পৌরসভার টেন্ডার স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
সংঘর্ষের আশঙ্কায় সাভার পৌরসভার টেন্ডার স্থগিত

সাভার(ঢাকা): সংঘর্ষের আশঙ্কায় সাভার পৌরসভার হাট বাজারের প্রায় দশ কোটি টাকার টেন্ডার স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশিচত করে সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেন্ডার স্থগিত করা হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষ আরো জানায়, সকালে সাভার পৌরসভায় হাট বাজারের টেন্ডার জমা দেওয়ার কথা ছিলো দরপত্র ক্রেতাদের।

কিন্তু যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় টেন্ডার স্থগিত করা হয়।

টেন্ডারকে কেন্দ্র করে সকাল থেকে সাভার পৌরসভায় যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান নেয়। এসময় সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির ঘটনাস্থলে গিয়ে সবাইকে সরিয়ে দেয়।  

এ ঘটনায় পৌরসভায় সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টেন্ডার নিয়ে যেন কোনো সমস্যা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।