ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইভটিজিংয়ের দায়ে জাপা নেতার জরিমানা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ইভটিজিংয়ের দায়ে জাপা নেতার জরিমানা

বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি আ. রাজ্জাককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া পরবর্তীতে আর ওই ছাত্রীকে কোনো রকমের হয়রানি করবেন না এ মর্মে মুচলেকা দিয়েছে তিনি। আ. রাজ্জাক পৌর শহরের বালুয়াভাটা মহল্লার আ. হামিদের ছেলে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক এ দণ্ডাদেশ দেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ইভটিজিংয়ের দায়ে ওই জাপা নেতাকে জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।