সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাংলাবাজার ও সরারচর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার নিলখী ভেড়ামারা গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মল্লু খাঁ ওরফে জাহার আহাম্মেদ খাঁ (৬০) এবং উপজেলার সরারচরের বাল্লা গ্রামের রমেশ চন্দ্র দাসের ছেলে চয়ন চন্দ্র দাস (২৬)।
বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার এলাকা থেকে গাঁজা বিক্রেতা মল্লু খাঁকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, শুকনা মরিচের সঙ্গে রঙ মিশানো এবং ভেজাল খাদ্য বিক্রির দায়ে সরারচর বাজারের ব্যবসায়ী চয়ন চন্দ্র দাসকে আটক করা হয়।
মল্লু খাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং চয়ন চন্দ্র দাসের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
টিএ