সরেজমিনে ঘুরে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় শুকানো ও পোড়ানোর অপেক্ষায় মাঠে সাজিয়ে রাখা হয়েছিল কাঁচা ইটগুলো। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে প্রতিটি ভাটায় রাখা প্রায় ৪ থেকে ৫ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে মাটির সঙ্গে মিশে যায়।
উপজেলার মিরাপুর গ্রামের ইটভাটার মালিক বিরেন পাল বাংলানিউজকে বলেন, রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হঠাৎ বৃষ্টি হওয়ায় কাঁচা ইট রক্ষায় কোনো প্রস্তুতি ছিল না আমাদের। তাই অধিকাংশ ভাটায় পোড়ানোর অপেক্ষায় রাখা কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে গেছে। এতে ভাটার মালিকদের বড় ধরনের ক্ষতিতো হয়েছেই পাশাপাশি ভাটাগুলোতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
টিএ