ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পায়রা-বিষখালীতে সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই, র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
পায়রা-বিষখালীতে সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই, র‌্যালি সম্ভাব্যতা যাচাই উপলক্ষে আনন্দ র‌্যালি

বরগুনা: পায়রা ও বিষখালী নদীর ওপরে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসি।

এসময় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মণ্টু, পৌর মেয়র শাহাদাত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।