সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডিআইজি আতিকুল ইসলাম বলেন, প্রতিদিনই সচেতনার জন্য ক্যাম্পেইন করে যাচ্ছি আমরা।
এ সময় তার সঙ্গে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম শিকদার, সোনারগাঁ থানার ওসি (অপারেশন) আব্দুল জব্বারসহ পুলিশ, ৠাব ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় লরির ধাক্কায় বাস উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন।
এরআগে সোমবার দুপুর ২টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ত্রিপুরদী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কেনটাকি গার্মেন্টসের সামনে লরির ধাক্কায় বাস উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ওএইচ/