সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. সফিকুল ইসলাম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপসচিব গোলাম মোহাম্মদ ভূঁইয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এআইটু প্রোগ্রামের সহযোগিতায় এ ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করে জেলা প্রশাসন। মেলায় উদ্ভাবনী বিষয়ক ৭৪টি স্টল স্থান পেয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত এ মেলা চলবে।
বাংলােদশ সময়: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এনটি