ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত

সিলেট: সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে বাদানুবাদের জের ধরে শিয়া সুন্নি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষে হরিপুর মাদ্রাসার ছাত্র মোজাম্মেল নিহত হয়েছে। এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সালামসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর ৪ নম্বর আমবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, ফরিদপুর আটরশি পীরের মুরিদানরা ওয়াজ মাহফিলের আয়োজন করে।

ওয়াজ মাহফিলে বাদানুবাদের জের ধরে শিয়া সুন্নি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হরিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সালামসহ বেশ কয়েক জন আহত ও মোজাম্মেল নিহত হয়।  

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মাদ্রাসার ছাত্র নিহতের খবর পেয়ে সিলেট নগরীর কাজিরবাজার মাদ্রাসার ছাত্ররা রাত ২টার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর তালতলা ঘুরে মাদ্রাসা এলাকায় গিয়ে শেষ হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেনু চন্দ্র।  

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এনইউ/এইচল/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।