সোমবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দিলীপ কান্ত নাথ বাংলানিউজকে জানান, এ ঘটনায় আটক কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকেও মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া অভিযুক্ত আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এনইউ/এনটি