ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পুলিশি অভিযানে ১৯ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
দিনাজপুরে পুলিশি অভিযানে ১৯ মাদক বিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৯ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ফেনসিডিল, ৪১ লিটার চোলাই মদ, ৫০ গ্রাম গাঁজা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. ফেরদৌস আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকৃতরা সবাই পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে পৃথক ১৪টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।