ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঁচ দফা দাবিতে ঐক্যবদ্ধ ৫ সংগঠনের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
পাঁচ দফা দাবিতে ঐক্যবদ্ধ ৫ সংগঠনের মানববন্ধন ঐক্যবদ্ধ ৫ সংগঠনের মানববন্ধন/ছবি: বাংলানিউজ

ঢাকা: কৃষক, শ্রমিক ও গণমানুষের পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে পাঁচটি ঐক্যবদ্ধ সংগঠন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সমন্বয়কারী মোহাম্মদ মাসুম।

বক্তারা বলেন, বাংলাদেশ সৃষ্টির প্রতিটি গণআন্দোলন ও ’৭১ এর মুক্তিযুদ্ধে ভূমিকা ছিল এদেশের কৃষক, শ্রমিক ও গণমানুষের। কিন্তু আজ স্বাধীন রাষ্ট্রের কৃষক, শ্রমিক ও গণমানুষকে তাদের মৌলিক অধিকার যেমন, ন্যায্যমূল্যে খাদ্যের অধিকার, যৌক্তিক মজুরি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া, গুণগতমানের শিক্ষার অধিকার ইত্যাদির জন্য রাজপথে লড়াই সংগ্রামে নামতে হচ্ছে।



তারা সরকারের উদ্দেশ্যে পাঁচ দফা দাবি পেশ করেন। এগুলো হলো- চালসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রেশনিং ব্যবস্থা চালু, তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধ, প্রশ্নপত্র ফাঁস বাণিজ্য বন্ধ, কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিতকরণ ও পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা করা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেকার সমাজের সভাপতি মো. হাসান, বাংলাদেশ দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, আমজনতা পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ বেনজীর আহমেদ, প্রতিবাদী তারুণ্যের সভাপতি মো. মাসুদুজ্জামান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব কাজী আমানুল্লাহ মাহফুজ প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।