ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে বিদেশি বিয়ার ও ইয়াবাসহ আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
শ্রীনগরে বিদেশি বিয়ার ও ইয়াবাসহ আটক ৩  শ্রীনগরে বিদেশি বিয়ার ও ইয়াবাসহ আটক ৩ 

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ২০৪ পিস ইয়াবা ও ৯৬ ক্যান বিদেশি বিয়ারসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সদস্যরা। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ও রাতে পৃথক দু’টি স্থান থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন-নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার মৃত আব্দুল হক মোড়লীর ছেলে মো. সোহান (৩৩), মুন্সীগঞ্জের টংঙ্গিবাড়ী উপজেলার চর ছটফটিয়া গ্রামের মো. কুদ্দুস বেপারির ছেলে মো. আলমগীর বেপারি (৩২) এবং লৌহজংয়ের যশোলদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক বেপারির ছেলে মো. সাহাবী (১৮)।  

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, সোমবার বিকেলে শ্রীনগর থানার তিন দোকান নামক এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সোহান ও আলমগীর বেপারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া একই দিনগত রাতে শ্রীনগরের কবুতর খোলা-রাঢ়ীখাল এলাকায় অভিযান চালিয়ে ৯৬ ক্যান বিদেশি বিয়ারসহ সাহাবী নামে এক যুবককে আটক করা হয়।  

আটক তিনজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।