ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ৯ রোহিঙ্গা শরণার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কুমিল্লায় ৯ রোহিঙ্গা শরণার্থী আটক আটক রোহিঙ্গা শরণার্থীদের সিএনজি চালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছেন পুলিশ

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাস কাউন্টার থেকে ৯ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে একজন ছেলে (১৭), চারজন নারী ও চারজন শিশু রয়েছে। তবে আটক রোহিঙ্গাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ বিষয়টি পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখাকে অবহিত করা হয়েছে।  

সেখান থেকে নির্দেশনা আসার পর ক্যাম্পে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে
পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।