ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ধামরাইয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): মেয়াদোর্ত্তীণ ওষুধ ও কসমেটিকস থাকায় ঢাকার ধামরাইয়ে দুই ফার্মেসি ও এক কসমেটিকস দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ  আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ইউএনও আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, সকালে উপজেলার ইসলামপুরে মমতাজ চক্ষু হাসপাতাল ও চয়নিকা হাসপাতাল ফার্মেসিতে অভিযান চালানো হয়।

এসময় মেয়াদোর্ত্তীণ ওষুধ থাকায় ওই দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাইফুল ইসলাম কসমেটিকস দোকানে মেয়াদোর্ত্তীণ কসমেটিকস থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।