মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ডিএনসিসি কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ডিএনসিসির আওতাধীন যেকোনো এলাকায় মশার ওষুধ ছিটানোর জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হটলাইন নম্বরে যে কেউ ফোন করতে পারবেন।
এরআগে গত ২৫ ফেব্রুয়ারি ডিএনসিসির নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়ায় মশক নিধন ‘ক্রাশ’ প্রোগ্রামের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। তবে প্রয়োজনবোধে এ প্রোগ্রামের মেয়াদ আরো বাড়ানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
সভায় মশক নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর ডা. মো. জিন্নাত আলী, ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ওএইচ/