ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিরলে রুপালী জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
বিরলে রুপালী জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট রূপালী জুট মিলে অগ্নিকাণ্ড

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার রূপালী বাংলা জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রবিপুর হুসনা এলাকায় অবস্থিত এ জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, জুট মিল হওয়ায় মহুর্তেই আগুন গোটা মিলে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে দিনাজপুর, সেতাবগঞ্জ ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

রুপালী বাংলা জুট মিলের স্বত্বাধিকারী আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, রুপালী জুট মিলের গুদামজাত পাট ও মিলের যন্ত্রাংশসহ প্রায় ৩শ’ কোটি টাকার মালামাল রয়েছে। অগ্নিকাণ্ডে সব মালামাল ভস্মীভুত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হানিফ খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুরো নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।  

তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান আকতার হানিফ খান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮/আপডেট: ২০০০ ঘণ্টা
আরআইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।