সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
হায়দ্রাবাদের ‘অ্যাডমিনিস্ট্র্যাটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া’ ভারতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান।
এবারের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন-২০২১’ ও ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের নিজেদের সবসময় প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর আলোকপাত করে হাই কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
হায়দ্রাবাদে অবস্থানকালে তেলেঙ্গানার গভর্নর, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডেকান ক্রনিকলের সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৈয়দ মোয়াজ্জেম আলী।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এনএইচটি