মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিআরইউর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ-সমাবেশ ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই পুলিশি হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ এর কোনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচার না হওয়ায় নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।
এসময় অনতিবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী দোষী পুলিশ সদস্যদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।
বিক্ষোভ-সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ, বিএফইউজে নেতা খায়রুজ্জামান কামাল, অমিয় ঘটক পুলক, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিআরইউর কল্যাণ সম্পাদক কাওছার আযম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ওএইচ/