নারীপক্ষ ও সংকল্প ট্রাস্ট্রের উদ্যোগে এবং ‘এশিয়ান প্যাসিফিক রিসোর্স অ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন (ARROW)’-এর আমন্ত্রণে বৃহস্পতিবার (০১ মার্চ) মালয়েশিয়ার উদ্দেশে তিনি রওয়ানা হবেন। সেখানে বাল্যবিয়ে ও নারীর প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করবেন তিনি।
ফাতিমা পারভিন বাংলানিউজকে বলেন, তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া মানুষের প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে আমি কাজ করতে চাই।
এদিকে, পাঁচ দিনের এ সফর শেষে ০৫ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিএ