ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের চিত্র
গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে ওই পথে চলাচলকারী যানবাহনের যাত্রীরা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়। যা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে চলছিল।
এলাকাবাসী ও যাত্রীদের কাছ থেকে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে সিটি করপোরেশনের কোনাবাড়ী, কড্ডা, কালিয়াকৈরের মৌচাকসহ বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়েছে।
ঘণ্টার পর ঘণ্ট যানজটে আটকা পড়ে আছে যানবাহন।
এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় সড়ক বন্ধ করে ৪ লেন সড়কের কাজ করায় যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে। ফলে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৪ লেন উন্নীতকরণের কাজ চলছে। যার ফলে বিভিন্ন স্থানে সড়ক বন্ধ রেখে কাজ করা হচ্ছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরএস/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।