ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্রীদের পিকনিকের বাস ধাওয়া করায় ১২ জনের জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ছাত্রীদের পিকনিকের বাস ধাওয়া করায় ১২ জনের জেল-জরিমানা

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় মাইক্রোবাস নিয়ে ছাত্রীদের পিকনিকের বাস ধাওয়া করার অপরাধে ১১ জনকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অর্থদণ্ড প্রাপ্তদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন উপজেলার উত্তর চকযদু গ্রামের আছির উদ্দিনের ছেলে আল আমিন (১৪), মোজাফফরের ছেলে আনন (১৬), মৃত নজরুলের ছেলে তমাল (১৭), উত্তমের ছেলে পবন (১৮), মঙ্গলকোটা গ্রামের আলী আহমদের ছেলে মো. মীম (১৪), বীরগ্রামের  জয়দুলের ছেলে মেহেদী (১৮), টিঅ্যান্ডটি মোড়ের  আনোয়ারের ছেলে আরমান (১৭), আঙ্গরত  গ্রামের জাহিরুলের ছেলে রাজু হাসান (১৮), খয়েরবাড়ী গ্রামের মোয়াজ্জেমের ছেলে সোহাগ (১৫) ও আফজালের ছেলে সোহেল রানা।

১১ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে মাইক্রোবাস চালক মোবারক হোসেনকে (২৫)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেল জরিমানা করেন।

প্রসঙ্গ, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার রংপুরের ‘ভিন্ন জগতে’ পিকনিক করতে যান। এসময় স্থানীয় কিছু ছেলে মাইক্রোবাস নিয়ে বাসটি ধাওয়া করেন এবং বাসে থাকা শিক্ষার্থীদের উদ্দেশে আপত্তিকর কথা বলেন। এরপর পিকনিক থেকে ফেরার পথে ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ধামইরহাট থানা পুলিশকে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে পুলিশ ধামইরহাট বাজার থেকে ওই ১২ জনকে আটক করে। পরে মঙ্গলবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ সাজা দেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।