ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে বক্তব্য রাখছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহম্মেদ/ছবি: বাংলানিউজ

বরিশাল: দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহম্মেদ। 

তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলে আমরা বাংলাদেশকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলায় দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. নাসির উদ্দিন আহম্মেদ বলেন, দুর্নীতিবাজ যতোই ক্ষমতাবান হোক না কেন তার বিচার একদিন হবেই। দুদকের নাম শুনলে অনেকেই ভয় পেয়ে থাকেন। কারণ সবাইকে বুঝতে হবে দুদক মানেই জনগণ। সরকারি অর্থ ভোগকারীরা জনগণকে সঠিক সেবা দিচ্ছেন কিনা সেজন্য  নিরলসভাবে কাজ করে যাচ্ছে দুদক।

দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতি করবেন চাকরি হারানোর পাশাপাশি জেলেও যাবেন।  

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মফিজুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগের পরিচালক মো. আবু সাঈদ, পৌর মেয়র মো. হারিছুর রহমান।

এছাড়া গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আফজাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে গৌরনদীর ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজেস্ট্রি অফিস, বিদ্যুত অফিস, হাসপাতাল, হিসাব-রক্ষণ অফিস, পিআইও অফিস, সমাজসেবা অফিস, সমবায় অফিস, যুব উন্নয়ন অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসসহ অন্যান্য সরকারি অফিসে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ ও দুনীর্তির কারণে হয়রানির শিকার জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সংশ্লিষ্ট অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগের যুক্তিখণ্ডন করেন এবং সমস্যা সমাধানের জন্য দুদক কমিশনারকে আশ্বাস দেন।

এরআগে সকালে উপজেলা চত্বরে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।