মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- কিশোরগঞ্জ বিসিকের ইসলাম ফুড প্রডাক্ট, চৌদ্দশত এলাকার মুনতাজ বেকারি ও তারাপাশা এলাকার এসএল ফুড প্রডাক্ট।
সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় পরিদর্শন করতে গিয়ে বিসিকের ইসলাম ফুড প্রডাক্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছে দেখা যায়। পরে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চৌদ্দশত এলাকার মুনতাজ বেকারিতে ক্ষতিকর রঙসহ রাসায়নিক দ্রব্য ও খোলা লবণ ব্যবহার করায় ৮ হাজার টাকা এবং তারাপাশা এলাকার এসএল ফুড প্রডাক্টে মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন করে মেয়াদ বাড়ানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিএ