মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বাংলাদেশ বিমা খাত উন্নয়ন প্রকল্পের অনুমোদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান মুস্তফা কামাল।
ছাত্র থাকা অবস্থায় বই লেখার অভিজ্ঞতা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কমার্সের ছাত্র।
তবে শেষ পর্যায়ে এসে আলী পাবলিকেশন আমার বই ছাপতে রাজি হয়। তবে এর সঙ্গে একটা শর্ত জুড়ে দেয়। আলী পাবলিকেশন বলে তোমার বই ছাপা হবে যদি তোমার কোনো এক শিক্ষকের প্রত্যয়নপত্র নিয়ে আসো।
এরপরে আমি অনেক কষ্টে শিক্ষকের প্রত্যয়নপত্র নিয়ে আসি। কিন্তু বইয়ে আমার নাম দিতে চায়নি। পরে সেই স্যারের অনুরোধে আমার লেখা বইয়ে আমার নাম গেছে। আলী পাবলিকেশন সেই সময় আমাকে ১ হাজার ৬০০ টাকাও দিয়েছিলো। পরে সেই টাকা দিয়ে পড়ালেখার খরচ চালিয়েছি, যোগ করেন পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এমআইএস/এমজেএফ/