মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ১২ জন শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হানিফ খান জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।
বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুর রহমান জানান, দগ্ধদের সবাই চিকিৎসাধীন। স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরআর