তিনি রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে যাবেন এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।
এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশসহ ২৪টি দেশের শান্তিরক্ষা সেনার প্রশিক্ষণ গত ২৬ ফেব্রুয়ারি রাজেন্দ্রপুর সেনানিবাসে শুরু হয়েছে। এটি চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।
এ প্রশিক্ষণে ১ হাজার ৩শ’র বেশি দেশি-বিদেশি সেনা অংশ নিচ্ছে।
‘অনুশীলন শান্তিদূত-৪’ নামে অনুশীলন আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্র প্যাসিফিক কমান্ড। এ অনুশীলন পরিদর্শনে যেতে পারেন লিসা কার্টিস।
বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
কেজেড/আরআর