ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদগাঁওয়ে অগ্নিদগ্ধ হয়ে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
ঈদগাঁওয়ে অগ্নিদগ্ধ হয়ে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা এলাকার রশিদ আহমদ নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় লাগা আগুনে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে দুইশিশুর মৃত্যু হয়েছে।

এছাড়াও আগুনে তিনটি বসত বাড়ি পুড়ে গেছে। এতে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

নিহতরা হলো- ওই বাড়ির মালিক রশিদ আহমদের ছেলে আবদুল্লাহ (১৫) ও তার নাতি শাহরিয়ার (৮)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন কক্সবাজারের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার।

তিনি জানান, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারিপাশে ছড়িয়ে পড়ে। এতে তিনটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভায়। ততক্ষণে আট লাখ টাকার মালামাল পুড়ে যায় ও ঘুমন্ত অবস্থায় দু’শিশুর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।